টাঙ্গাইলে একই পরিবারের ৪ জন হত্যা, মূল হোতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাস্টারপাড়ায় সংঘটিত একই পরিবারের চার জনকে হত্যার ঘটনায় সাগর (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রবিবার বিকেল পাঁচ টার দিকে উপজেলার ব্রাহ্মণবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইলে একই পরিবারের ৪ জন হত্যার ঘটনায় সাগর নামে একজনকে আটক করেছে র‍্যাব। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাস্টারপাড়ায় সংঘটিত একই পরিবারের চার জনকে হত্যার ঘটনায় সাগর (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রবিবার বিকেল পাঁচ টার দিকে উপজেলার ব্রাহ্মণবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাগরের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি এবং লুট করা মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-১২ এর কমান্ডার লে. কর্নেল খায়রুল ইসলাম।

তিনি জানান, নিহত ওসমান গনি পুরোনো রিকশা ভ্যানের ব্যবসা করলেও তার মূল ব্যবসা ছিল মানুষকে সুদে টাকা ধার দেওয়া। গ্রেপ্তারকৃত সাগরের সঙ্গেও তার লেনদেন ছিল।

খায়রুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর জানিয়েছেন গত বুধবার সকালে গনির বাড়ি গিয়ে তার কাছে ২০০ টাকা ধার চান সাগর। কিন্তু এর আগের পাওনা টাকা পরিশোধ না করায় গনি তাকে টাকা দেননি। এতে ক্ষুব্ধ হয়ে সাগর তাকে হত্যার পরিকল্পনা করে। রাত ১০টার দিকে সাগর ও তার সহযোগীরা গনির বাড়িতে যান। গনিকে চেতনানাশক দিয়ে অচেতন করে হত্যা করা হয়। পরে অন্য দুটি ঘরে ঘুমিয়ে থাকা গনির স্ত্রী তাজিরন, ছেলে তাজেল এবং মেয়ে সাদিয়াকেও কুপিয়ে হত্যা করে বাড়ির মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। 

সাগরকে গ্রেপ্তারের পর তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে র‌্যাব সদস্যরা বলেন খায়রুল ইসলাম।

Comments

The Daily Star  | English
Is Awami League heading towards a Pyrrhic victory

Column by Mahfuz Anam: Is Awami League heading towards a Pyrrhic victory?

With values destroyed, laws abused, institutions politicised, and corruption having become the norm, will victory by worthwhile for the Awami League?

8h ago