ক্যাসিয়ারের পর রিয়ালের হয়ে জামোরা ট্রফি জিতলেন কর্তোয়া

অন্যরকম এক ট্রেবলের সামনে দাঁড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। লা লিগা শিরোপা জয়ের পর সেরা গোলদাতার পুরষ্কার পিচিচি ট্রফি ও সেরা গোলরক্ষকের পুরষ্কার জামোরা ট্রফি জয়ের সামনে ছিল তারা। তবে শেষ দিনে পিচিচি ট্রফি নিশ্চিত না করতে পারলেও জামোরা ট্রফি গেছে তাদের। জিতে নিয়েছেন বেলজিয়ান গোলরক্ষক থিবো কর্তোয়া। ফলে সবশেষ ২০০৭-০৮ মৌসুমে রিয়ালের হয়ে এ ট্রফি জিতেছিলেন কিংবদন্তি ইকার ক্যাসিয়াস।
গত চার মৌসুমে জামোরা ট্রফি জিতে আসছিলেন অ্যাতলেতিকো মাদ্রিদের স্লোভেনিয়ান গোলরক্ষক জন ওবলাক। চলতি মৌসুমে সুযোগ ছিল তার সাবেক দুই বার্সা গোলরক্ষক অ্যান্তোনি রামালেতস ও ভিক্তর ভালদেসের রেকর্ড স্পর্শ করার। এ দুই গোলরক্ষক সর্বোচ্চ পাঁচবার করে জামোরা ট্রফি জিতেছেন। কিন্তু এবার এ শিরোপা জিতে ওবলাকের অপেক্ষা বাড়িয়েছেন কর্তোয়া।
একই নিজেও এ রেকর্ডের কাছে চলে এসেছেন কর্তোয়া। কারণ রিয়ালের হয়ে ১২ বছর পর জামোরা ট্রফি জিতলেও এর মাঝে অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে দুইবার এ শিরোপা জিতেছেন কর্তোয়া। ২০১২-১৩ ও ২০১৩-১৪ তে টানা দুই মৌসুমে জিতেছেন তিনি। এ নিয়ে তিনটি জামোরা ট্রফি ঘরে উঠল তার।
আগের দিন লেগানেসের বিপক্ষে মাঠে ছিলেন না কর্তোয়া। শিরোপা আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় তাকে বিশ্রাম দিয়েছিলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। তবে তার আগেই ওবলাকের চেয়ে এবারের লিগে ৪ গোল কম খেয়ে এগিয়ে ছিলেন তিনি। চলতি মৌসুমে ৩৪টি ম্যাচে ২০টি গোল হজম করেন কর্তোয়া। গড় ০.৫৯। তার চেয়ে ৪টি গোল বেশি হজম করেছেন ওবলাক।
এর আগে ২০১৮ সালে বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জিতেছিলেন কর্তোয়া। সে মৌসুমেই যোগ দেন রিয়ালে। প্রথম মৌসুমটা অবশ্য ভালো যায়নি তার। তবে এবারও শুরুটা ভালো ছিল না। তবে ধীরে ধীরে ছন্দে ফিরে শেষ পর্যন্ত জামোরা ট্রফিই জিতে নেন এ বেলজিয়ান।
Comments