শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে চাঁদপুরে তিন কলেজ শিক্ষক গ্রেপ্তার

শিক্ষামন্ত্রী, ইউএনওসহ কয়েকজনের জনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে চাঁদপুর সদরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজের তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
Arrest logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

শিক্ষামন্ত্রী, ইউএনওসহ কয়েকজনের জনের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে চাঁদপুর সদরের ফরক্কাবাদ ডিগ্রি কলেজের তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন জাহাঙ্গীর আলম (৪০), নোমান সিদ্দিকী (৩৫) ও এবিএম আনিসুর রহমান (৪০)।

সে সময় তাদের ব্যবহারকৃত ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়।

গতকাল রোববার রাতে চাঁদপুর মডেল থানার এসআই রেজাউল করিমের নেতৃত্বে ফরক্কাবাদ এলাকা থেকে শিক্ষকদের গ্রেপ্তার করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদ পারভেজ চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ওই তিন শিক্ষক বিভিন্ন সময় আয়শা খন্দকার নামের একটি ফেসবুক আইডি থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী দীপু মনি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান মিজিসহ জেলা ও বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন নেতৃবৃন্দর নামে অপপ্রচার চালান।’

তিনি জানান, গত ২৭ এপ্রিল চাঁদপুর মডেল থানায় এ নিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার এসআই রেজাউল করিম তাদের বিরুদ্ধে তদন্ত করে অভিযোগ আনলে আদালত গ্রেপ্তারি পরোনায়া জারি করেন।

চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়েরকারী শিক্ষক ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান মিজি ডেইলি স্টারকে বলেন, ‘অভিযুক্ত তিনজনই স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তাদের মধ্যে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নোমান সিদ্দিকী সদস্য। এছাড়া এবিএম আনিসুর রহমান ও নোমান সিদ্দিকী আপন দুই ভাই।’

জেলা আওয়ামী লীগের সদস্য ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান খান ডেইলি স্টারকে বলেন, ‘আমার কলেজের ওই তিন শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা আমার জানা নেই। তবে শুনেছি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।’

চাঁদপুর মডেল থানার ওসি মোনিাসিম উদ্দিন ডেইলি স্টারকে বলেন, ‘আজ সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত তিনজনকে আইসিটি আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হবে।’

Comments

The Daily Star  | English
expediency

Expediency triumphs over principle in electoral politics

It appears that all of the ruling party’s efforts revolve around the next election, not considering longer-term ramifications for the itself.

5h ago