লালমনিরহাটে বাল্যবিয়ে: ভুয়া রেজিস্ট্রি বইসহ কাজি গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে ভুয়া বিবাহ রেজিস্ট্রি বইসহ বিয়ের কাজি আবুল কাসেমকে (৫২) আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নে ভুয়া বিবাহ রেজিস্ট্রি বইসহ বিয়ের কাজি আবুল কাসেমকে (৫২) আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার তহশিলদার পাড়া গ্রামে ১৪ বছরের এক মেয়ের বিয়ের প্রস্তুতিকালে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিনের ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করেন। এ সময়, ওই মেয়ের বাবা হাসেম আলীকে চার হাজার টাকা জরিমানা করা হয়।

কাজি আবুল কাসেমকে হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।

পুলিশ জানায়, হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের তহশিলদারপাড়া গ্রামের হোসেন আলীর  ১৪ বছরের মেয়ের সঙ্গে একই ইউনিয়নের পূর্ব সারডুবী গ্রামের রফিকুল মিয়ার ছেলে সাজু মিয়ার বাল্যবিয়ের কথা চলছিল। এমন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা থানা পুলিশের সহযোগিতায় ইউএনও ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিয়েতে আসা বর ও কনের আত্মীয়-স্বজনরা পালিয়ে যান। কাজি ও কনের বাবাকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও সামিউল আমিন জানান, বাল্যবিয়ে রেজিস্ট্রেশনের সময় কাজিকে আটক করে তার কার্যালয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে পাঁচটি ভুয়া ভলিউম জব্দ করা হয়েছে। এসব ভুয়া ভলিউম বইয়ে আটক কাজি আবুল কাসেম বাল্যবিয়ের ভুয়া রেজিস্ট্রেশন করে আসছিলেন।

Comments

The Daily Star  | English
EC turns a blind eye to polls code violations

Nomination submission deadline won’t be extended: EC

The deadline for the submission of nomination papers ended at 4:00pm today

31m ago