করোনাভাইরাস: চট্টগ্রাম বন্দর হাসপাতালের অবসরপ্রাপ্ত ডা. নজরুলের মৃত্যু
চট্টগ্রাম বন্দর হাসপাতালের অবসরপ্রাপ্ত সিনিয়র মেডিকেল অফিসার ডা. নজরুল হক (৬২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার দুপুরে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিএমএ চট্টগ্রামের প্রেসিডেন্ট ডা. মজিবুল হক তার মৃত্যুর খবর দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
অন্যদিকে, চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী ইম্পেরিয়াল হাসপাতালের একাডেমিক কোঅর্ডিনেটর ডা. আরিফ বাচ্চুর বরাতেও খবরটি নিশ্চিত করেছেন।
ডা. রাহাত জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৯তম ব্যাচের ছাত্র ছিলেন ডা. নজরুল হক। তাকে নিয়ে করোনায় ৬৮ জন চিকিৎসকের মৃত্যু হলো। এ ছাড়া, করোনা উপসর্গ নিয়ে আরও ১০ চিকিৎসকের মৃত্যু হয়েছে। ডা. নজরুলের মৃত্যুতে এফডিএসআর পরিবার গভীরভাবে শোকাহত।
Comments