'এটা রিয়াল মাদ্রিদ এবং যে কোনো কিছুই সম্ভব'
প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। এবার নতুন লক্ষ্যে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়ার মিশন। কিন্তু কাজটা বেশ কঠিন। কারণ ঘরের মাঠে শেষ ষোলোর প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির কাছে হেরে পিছিয়ে পড়েছে তারা। কিন্তু দলটা রিয়াল বলেই শেষ বলে কিছু নেই বলে জানালেন দলের ডিফেন্ডার রাফায়েল ভারানে। সিটির মাঠেও জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী এ ফরাসি।
করোনাভাইরাসের কারণে অনাকাঙ্ক্ষিত বিরতি শেষে নতুন উদ্যমে মাঠে ফেরে রিয়াল। বার্সা থেকে পিছিয়ে শুরু করেও টানা ১০ ম্যাচে জিতে লা লিগার শিরোপা পুনরুদ্ধার করে দলটি। যদিও শেষ ম্যাচে লেগানেসের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। তবে সে ম্যাচটি নিছক আনুষ্ঠানিকতার ছিল বলেই হয়তো জেতার ক্ষুধাটা কম ছিল তাদের মধ্যে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সিটির বিপক্ষে জয়ের প্রচণ্ড ক্ষুধা নিয়েই মাঠে নামবেন বলে জানালেন ভারানে।
৭ আগস্ট সিটির বিপক্ষে তাদের মাঠে মুখোমুখি হবে রিয়াল। এর আগে প্রথম লেগে ১-২ গোলের ব্যবধানে হেরে পিছিয়ে আছে তারা। তবে শেষ পর্যন্ত লড়াই করার প্রত্যয় প্রকাশ করেন ভারানে। লা পার্সিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'এটা রিয়াল মাদ্রিদ এবং যে কোনো কিছুই সম্ভব। সবসময়ই আশা থাকে যতো কঠিন পরিস্থিতি হোক না কেন। যখন আপনি এ জার্সি পরবেন, আপনার মধ্যে দায়িত্ব চলে আসবে। আমরা জানি একটি কঠিন ম্যাচ অপেক্ষা করছে তবে তবে আমরা অবিশ্বাস্য ক্ষুধার নিয়ে যাব। এটা আমাদের সমর্থক কাছে ঋণ। আমরা এখন ফলাফল সম্পর্কে অনুমান করতে পারছি না তবে আমরা শেষ পর্যন্ত লড়াই করব।'
গুরুত্বপূর্ণ এ ম্যাচে নিষেধাজ্ঞার দলের অধিনায়ক সের্জিও রামোসকে পাচ্ছে না দলটি। চলতি মৌসুমে অবিশ্বাস্য ছন্দে আছেন এ ডিফেন্ডার। তাই রক্ষণভাগের গুরু দায়িত্বটা থাকছে ভারানের কাঁধেই। তবে ছন্দে থাকা আরেক তারকা বেনজেমাতে আস্থা রাখছেন তিনি। ক্যারিয়ারের সেরা ছন্দে আছেন তিনিও, 'আমি বলব না এটি তার (বেনজেমা) ক্যারিয়ারের সেরা মৌসুম, কারণ আমি তাকে দীর্ঘকাল ধরে চিনি। তাকে এতো প্রাণবন্ত এবং খুশী দেখে আমি আনন্দিত। সে কঠিন অবস্থাতেও তার অবস্থার শীর্ষ অবস্থানে আছে। আক্রমণভাগের নেতা হিসাবে তার ভূমিকা ধরে নিয়েছে।'
এছাড়া কোচ জিনেদিন জিদানের অবিশ্বাস্য ক্ষমতার কারণেও আত্মবিশ্বাসটা বেড়েছে ভারানের, 'অসম্ভবকে সম্ভব করার বিশেষ ক্ষমতা রয়েছে তার (জিদান) এবং তার ক্যারিয়ার অবিশ্বাস্য। সে সবার জন্য অনুপ্রেরণার এক দুর্দান্ত উদাহরণ, খেলোয়াড় হিসাবে তার আত্মা সর্বদা সেখানে থাকে। তার খুব বেশি কথা বলার দরকার হয় না এবং যখন তিনি বলেন, খেলোয়াড়রা ঝাঁকিয়ে পড়ে, তাদের খোঁচা দেয়, এটাই তার প্রশিক্ষণের উপায়।'
Comments