স্বাস্থ্য সচিব বললেন ‘পদত্যাগ’ করেছেন, জনপ্রশাসন সচিব জানালেন ‘পত্র পাননি’
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান।
আজ মঙ্গলবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি তার পদত্যাগপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।’
তবে পদত্যাগপত্রের কপি এখনো হাতে পাননি বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির পদত্যাগের খবর আমি মিডিয়া থেকে জেনেছি। আমি এখনো তার পদত্যাগপত্র হাতে পাইনি। যদি তিনি দিনের শেষভাগে পদত্যাগপত্র জমা দিয়ে থাকেন, তাহলে হয়তো আগামীকাল হাতে পাব।’
আরও পড়ুন:
Comments