বগুড়ায় ‘সন্ত্রাসী গ্রুপের’ মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
বগুড়ায় দুই দল সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে আল-আমিন ওরফে গরু রাব্বী (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ভোররাত ২টার দিকে শহরের নিশিন্ধারা এলাকার জাহিদ মেটালের ইউ ক্যালিপটাস বাগানে দুই দল সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে পুলিশের একাধিক দল নিয়ে সেখানে যাই। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপস্থিত লোকজন তাকে শহরের সুলতানগঞ্জ পাড়ার সন্ত্রাসী আল-আমিন ওরফে গরু রাব্বী (৩৭) হিসাবে সনাক্ত করে। তার বাবার নাম খালেকুজ্জামান হেলাল।’
‘পুলিশের রেকর্ড থেকে জানা যায়, তার নামে হত্যা, হত্যা চেষ্টা, অস্ত্র ও মাদক চোরাকারবারি এবং বিশেষ ক্ষমতা আইনে বগুড়া সদর থানায় ৭টি মামলা আছে। করোনাভাইরাসের আগে রাব্বী জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড বুলেট ও তিনটি গুলির খোসা উদ্ধার করেছে’— বলেন সনাতন চক্রবর্তী।
Comments