যুক্তরাষ্ট্রে স্মার্টফোন বিক্রি কমেছে ২৫ শতাংশ
করোনাভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রে স্মার্টফোন বিক্রি সার্বিকভাবে ২৫ শতাংশ কমে গেছে। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর দেশটিতে স্মার্টফোনের ব্র্যান্ডভেদে ১০ থেকে ৬৮ শতাংশ পর্যন্ত বিক্রি কমেছে।
কাউন্টারপয়েন্ট রিসার্চের বরাতে মার্কিন সাময়িকী ফোর্বস জানায়, মহামারিতে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছে স্যামসাং ও অ্যাপল। গত বছরের তুলনায় অ্যাপলের বিক্রি কমেছে ২৩ শতাংশ। স্যামসাংয়ের বিক্রি কমেছে ১০ শতাংশ।
অন্যদিকে, সবচেয়ে বেশি বিক্রি কমেছে জেডটিইর। এলজি ৩৫ শতাংশ ও মটোরোলা ৬২ শতাংশ স্মার্টফোন কম বিক্রি করতে পেরেছে। চীনা ব্র্যান্ড জেডটিইর বিক্রি কমেছে ৬৮ শতাংশ।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্টের সিনিয়র বিশ্লেষক হানিশ ভাটিয়া বলেন, ‘বিপণনে অনলাইনে সক্রিয় হওয়ায় স্যামসাং ও অ্যাপলের বিক্রি অন্যান্য ব্র্যান্ডের চেয়ে বেশি ছিল, যা সামগ্রিকভাবে বাজারে তাদেরকে ভালো অবস্থানে রেখেছে।’
মহামারির মধ্যেই এপ্রিলের শেষে মার্কিন নাগরিকরা প্রথম অর্থনৈতিক প্রণোদনার চেক পাওয়ার পর স্মার্টফোন বিক্রি বেড়ে যায়। এরপর, লকডাউন শিথিল হওয়ায় স্টোরগুলো খুলতে শুরু করলে স্মার্টফোনের বাজারও ফিরতে শুরু করে।
মাস ভিত্তিক হিসাবের তথ্য বলছে, গত বছরের তুলনায় এ বছর এপ্রিল মাসে প্রায় ৫০ শতাংশ বিক্রি কমেছে। তবে, জুন মাসে বিক্রি গত বছরের জুনের তুলনায় বেড়েছে।
কাউন্টারপয়েন্ট জানায়, লকডাউন শিথিল হওয়ায় যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারও এখন স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে।
Comments