ভিয়ারিয়ালের কোচ হলেন এমেরি
তিন বছরের চুক্তিতে লি লিগার ক্লাব ভিয়ারিয়ালের কোচ হিসেবে যোগ দিয়েছেন স্প্যানিশ কোচ উনাই এমেরি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে ক্লাবটি।
ইয়োলো সাবমেরিনদের সঙ্গে আগেই চুক্তি করেছিলেন এমেরি। ক্লাবটি অপেক্ষায় ছিল মৌসুম শেষ হওয়ার। অবশেষে বিষয়টি জানিয়েছে তারা।
তবে সদ্য সাবেক হওয়া কোচ জাভি কায়েজার অধীনে ভিয়ারিয়াল খুব খারাপ করেনি। পাঁচ নম্বরে তুলে এনে মৌসুম শেষ করেছেন তিনি। ফলে ক্লাবটি আগামী মৌসুমে উয়েফা ইউরোপা লিগে খেলার সুযোগ পেয়েছে। কিন্তু তারপরও তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি ক্লাবটি।
সাম্প্রতিক সময়ে আর্সেনালের কোচ ছিলেন এমেরি। তবে গানারদের হয়ে সময়টা ভালো হয়নি তার। এক অর্থে ব্যর্থতার ষোলো কলাই পূরণ করেছেন। তবে নতুন প্রত্যয়ে লা লিগায় ফিরে আসেন এ কোচ।
খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিং ক্যারিয়ার এখানেই শুরু করেছিলেন। আলমেরিয়ার হয়ে শুরু করার পর ভ্যালেন্সিয়া, স্পার্তেক মস্কো, সেভিয়া ও প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) ছিলেন তিনি।
সেভিয়ার হয়েই সবচেয়ে সফল ছিলেন তিনি। মাঝারী ধরণের এ ক্লাবটির হয়ে টানা তিনটি ইউরোপা শিরোপা জয় করেছেন। পিএসজির হয়ে একটি লিগ শিরোপা সহ মোট সাতটি শিরোপা জিতেছেন।
Comments