রামোসই বিশ্বের সেরা ডিফেন্ডার: মদ্রিচ
দুই মৌসুম পর আবারও লা লিগার শিরোপা পুনরুদ্ধার করেছে রিয়াল মাদ্রিদ। আর তার পেছনে দলের সব খেলোয়াড়েরই দারুণ অবদান রয়েছে। তবে এরমধ্যে রিয়াল অধিনায়ক সের্জিও রামোস পার করেছেন অবিশ্বাস্য এক মৌসুম। নিজের কাজ ঠিকঠাক ভাবে করার পর গোল করাতেও সমান পারদর্শী ছিলেন। আর তার এমন পারফরম্যান্সে ভীষণ মুগ্ধ সতীর্থ লুকা মদ্রিচ। তাকে বিশ্বের সেরা ডিফেন্ডারই বললেন এ ক্রোয়েশিয়ান।
২০০৫ সালে সেভিয়া থেকে রিয়ালে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত খেলে চলছেন ৩৪ বছর বয়সী রামোস। আর যে ভাবে খেলে চলেছেন তাতে চলতি বছরে নতুন চুক্তি সময়ের ব্যাপার মাত্র। রিয়ালের হয়ে চলতি মৌসুমে অনেক কীর্তি গড়েছেন। এ মৌসুমে ১১টি গোল করে লা লিগায় ডিফেন্ডার হিসেবে সর্বোচ্চ গোল করার কীর্তি গড়েছেন। পুরো মৌসুমে তার দল মাত্র ২৫টি গোল হজম করেছেন। অর্থাৎ নিজের কাজটিও করেছেন অসাধারণ দক্ষতায়।
আর এমন দারুণ মৌসুম কাটানোর পর স্বাভাবিকভাবেই সতীর্থের উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছেন রামোস। স্পোর্তস্কি নোভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 'আমার ভাই সার্জিও একজন ফেনোমেনন।'
কেন রামোসকে সেরা বলেছেন তার ব্যাখ্যাও করেন মদ্রিচ, 'আমি তার সঙ্গে আট বছর খেলে একটি বিশেষ সম্পর্ক তৈরি করার কারণে বলছি না। আমরা পরিবারের মতোই ঘুরে বেড়াচ্ছি, ছুটিতে একসঙ্গে কাটাই, বা আমাদের একসঙ্গে দুর্দান্ত ফুটবলের অভিজ্ঞতা এবং সাফল্য রয়েছে বলে। রামোস একজন ৩৪ বছর বয়সী রকস্টার, শীর্ষ পর্যায়ের প্রতিযোগী এবং আপনি যখন তাকে নিজের কাজ করতে দেখেন, তখন পরিষ্কার হয়ে যায় যে সে কতটা নিবেদিত এবং সাফল্যের জন্য কতটা ক্ষুধার্ত। সে একজন দলের নেতা এবং বিশ্বের সেরা ডিফেন্ডার।'
এছাড়া আরেক সতীর্থ করিম বেনজেমারও প্রশংসায় মাতেন মদ্রিচ, 'বেনজেমা এমন একজন শীর্ষস্থানীয় স্ট্রাইকার যার সঙ্গে খেলতে পেরে আনন্দ রয়েছে। প্রতিপক্ষের রক্ষণভাগে তার খেলা বোঝার ক্ষমতা, ভারসাম্য, চলাফেরা বিশেষ কিছু। বেনজেমা সর্বদাই দলের হয়ে দুর্দান্ত কাজ করেছে এবং আমি আনন্দিত যে এখন সে তার ক্লাস প্রদর্শন করে লোকজনদের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে।'
Comments