গাজীপুরে সাড়ে সাতশ কেজি ভেজাল মসলা বাজেয়াপ্ত
গাজীপুর মহানগরের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ভেজাল মশলা তৈরির অভিযোগে দুজনকে দুই মাসের সশ্রম কারাদণ্ড এবং সাতশ কেজি ভেজাল মসলা বাজেয়াপ্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রাণী কর্মকার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযুক্তদের ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশও দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় দণ্ডপ্রাপ্তরা হলেন- মসলা কারখানার মালিক মঞ্জু মিয়া এবং বেলাল হোসেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রাণী কর্মকার বলেন, ‘কাপড়ের রং, জর্দ্দার রং ও কাঠের গুঁড়োর সঙ্গে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো মিশিয়ে মসলার মতো তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। এ সময় প্রস্তুত করা দেড়শ কেজির পাঁচ বস্তা ভেজাল পণ্য বাজেয়াপ্ত করে পানিতে ফেলে ধংস করা হয়। অপরাধীদের দুই মাসের কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। ভোক্তা অধিকার আইনে দণ্ড দেয়া হয়েছে।’
Comments