চাঁদপুরে পদ্মায় বিলীন নবনির্মিত তিন তলা বিদ্যালয় ভবন

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত তিন তলা একাডেমিক ভবন কাম সাইক্লোন শেল্টার পদ্মার গর্ভে বিলীন হতে চলেছে। এতে স্কুলটির প্রায় পাঁচ শ শিক্ষার্থীর শিক্ষাজীবন ঝুঁকির মধ্যে পড়বে।

স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার ভোরে বন্যার পানির প্রবল স্রোতে বিদ্যালয় ভবনটি ধীরে ধীরে হেলে পড়ে প্রায় ডুবে যায়। যেকোনো মুহূর্তে পুরো ভবনটি নদী গর্ভে চিরতরে হারিয়ে যাবে।

ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল্লাহ সরকার বলেন, স্কুলের মাল্টিপারপাস তিন তলা ভবনটি মাত্র এক মাস আগে বুঝে পেয়েছি। ভবনটি ব্যবহারের আগেই কয়েক দিনের ভাঙনে এটি পদ্মা নদীর প্রায় ১০০ গজের ভেতরে চলে যায়।

রাজরাজেশ্বর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ও ভবন নির্মাণকারী ঠিকাদার পারভেজ গাজী রনি বলেন, আমরা ভবনটি কাজ শেষ করে সময়মত বুঝিয়ে দিয়েছি। এখনো কাজের পুরো টাকা পাইনি। তার আগেই ভবনটি নদীতে চলে গেল।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা বলেন, ‘২০১৪ সালে ভবনটি নির্মাণের প্রস্তাব হয়। নদী তখন প্রায় তিন কিলোমিটার দূরে ছিল। পরে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় জায়গা নির্ধারণ ও নির্মাণ কাজ বাস্তবায়ন করে।’

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. বাবুল আক্তার বলেন, বন্যার পানি বৃদ্ধি পেয়ে চাঁদপুরের পদ্মা-মেঘনায় বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

10h ago