আইপিএলে গিয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়লে দায় নেবে না নিউজিল্যান্ড বোর্ড
করোনাভাইরাস মহামারির কারণে স্থগিত হয়ে গেছে বিশ্বকাপ। এই সময়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের প্রস্তুতি চলছে সংযুক্ত আরব আমিরাতে। ফ্রেঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি খেলার ছাড়পত্র দিলেও, ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার কোন দায় নেবে না নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
আইপিএলের নতুন আসরে খেলার কথা আছে অধিনায়ক কেইন উইলিয়ামসন সহ নিউজিল্যান্ডের ছয় ক্রিকেটারের। উইলিয়ামসন খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।
অলরাউন্ডার জিমি নিশাম কিংস ইলেভেন পাঞ্জাব, পেসার লকি ফার্গুসন কলকাতা নাইট রাইডার্স, মিচেল ম্যাকক্লেনাগান ও ট্রেন্ট বোল্ট মুম্বাই ইন্ডিয়ান্স এবং স্পিনিং অলরাউন্ডার মিচেল স্যান্টনার চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার কথা।
নিউজিল্যান্ড ক্রিকেটের মুখপাত্র রিচার্ড বুক প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) কে জানান, এই ক্রিকেটারদের আইপিএল খেলতে অনুমতি দেবে বোর্ড, তবে বাকিটা তাদের নিজেদের উপর, ‘আইপিএলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের ছাড়পত্র দেবে বোর্ড। তবে স্বাস্থ্য সুরক্ষা কোন দায় নেবে না বোর্ড, নিজেদের সুরক্ষার ব্যাপারে ক্রিকেটারদের নিজেদেরই দায়িত্ব নিতে হবে। তবে তারা চাইলে আমরা কেবল পরামর্শ দিতে পারি।’
সূচি চূড়ান্ত না হলেও ২৬ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর হতে পারে এই আসর। ভারতীয় গণমাধ্যম জানায়, এই সময়ে আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাহতে আইপিএল আয়োজনের সব পরিকল্পনা করে দুই দেশের সরকারের অনুমতির অপেক্ষায় আছে বিসিসিআই।
Comments