ব্যক্তিত্বের ধরণে আমি রোনালদোর মতো: সাকিব

Shakib Al Hasan & Ronaldo

সাকিব আল হাসানের পছন্দ-অপছন্দের খবর যারা একটু হলেও রাখেন, তাদের সকলেরই জানার কথা লিওনেল মেসির পাঁড় ভক্ত তিনি। মেসির ক্লাব দল বার্সেলোনা আর জাতিয় দল আর্জেন্টিনারও সমান ভক্ত সাকিব। কিন্তু মাঠের বাইরে মেসির সঙ্গে আবার কোন মিল খুঁজে পান না তিনি। এদিক থেকে মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে ব্যক্তিত্বের ধরণে নাকি মেলে সাকিবের। 

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ভিডিও চ্যাটে দীপ দাশ গুপ্তের সঙ্গে আড্ডা দেন সাকিব। কথা বলেন নানা বিষয় নিয়ে।

কথা প্রসঙ্গে দীপ জিজ্ঞেস করেন আদর্শ হিসেবে সাকিব মেসিকে অনুসরণ করেন কিনা, এখানেই চমকে দিতে রোনালদোকে বেছে নেন সাকিব,  ‘হ্যাঁ, তা আছে (মেসির থেকে প্রেরণা)। যদিও মাঠের বাইরের মেসিকে আমি অনুসরণ করি না। কারণ সে অন্তর্মুখী। সংবাদ মাধ্যমে খুব কম কথা বলে। সাম্প্রতিক সময়ে হয়ত বলছে কিছুটা। ২-৩ বছর আগেও একেবারেই কথা বলত না। এদিকে রোনালদোকে কিন্তু বরাবরই মন খুলে কথা বলা লোক।’

‘আমার মনে হয়, ব্যক্তিত্বের ধরণে আমি ক্রিস্তিয়ানো রোনালদোর মতো। তবে পছন্দ করি মেসিকে। তারমানে এই নয় যে রোনালদোকে ঘৃণা করি। সেও দুর্দান্ত, অসাধারণ। ৩৫ বছর বয়েসেও যেভাবে পারফর্ম করছে তা চোখ ধাঁধানো। ফুটবলারদের ৩২ বছর পরই খেলাটা কঠিন। কিন্তু তাকে দেখে মনে হয় দিব্যি আরও ৩-৪ বছর খেলতে পারে।’

খেলার মাঠে হতাশা প্রকাশ করা, উৎসব করা বা কোন কিছুর প্রতিবাদ করায় রোনালদোকে অনেকটা আগ্রাসী মেজাজে পাওয়া যায়। মেসির ভক্ত হয়েও সাকিব এখানেও নিজের মিল পান রোনালদোর সঙ্গে, ‘দুজনের খেলাই দেখি। মেসি মাঠে যেভাবে নিজেকে তুলে ধরে তা পছন্দ করি। কিন্তু আমার ধরন ধারণ রোনালদোর মতো বেশি। মাঠে প্রতিক্রিয়া দেখানো, স্পষ্টবাদী থাকা এসব রোনালদোর মতো। মেসিকে কিন্তু প্রতিক্রিয়া দেখাতে দেখা যায় না। কাজেই আমি নিজে রোনালদোর মত কিন্তু পছন্দ করি মেসিকে।’

Comments

The Daily Star  | English

India committed to improving ties with China, Modi tells Xi

Modi was speaking to Xi on the sidelines of the summit of the Shanghai Cooperation Organisation regional security bloc.

1h ago