করোনা সংকটের গল্পে অপূর্ব

টানা চার মাস ঘরবন্দি থেকে গত ৭ জুলাই মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘প্রাণ প্রিয়’ নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরেছিলেন জিয়াউল ফারুক অপূর্ব।
Janbe na konodin
‘জানবে না কোনদিন’ নাটকে জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিন। ছবি: সংগৃহীত

টানা চার মাস ঘরবন্দি থেকে গত ৭ জুলাই মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘প্রাণ প্রিয়’ নাটকের মাধ্যমে শুটিংয়ে ফিরেছিলেন জিয়াউল ফারুক অপূর্ব।

শুটিং করার একদিনের মাথায় অপূর্বসহ পুরো ইউনিটকে যেতে হয়েছিল হোম কোয়ারেন্টিনে। কারণ, ইউনিটের দুই সদস্যের করোনা শনাক্ত হয়েছিল।

টানা ১২ দিন ঘরে থেকে দুই দফা করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ নিয়ে আবার শুটিংয়ে ফিরেন এই অভিনেতা। এবার একই পরিচালকের সঙ্গে করলেন ঈদের নাটক ‘জানবে না কোনদিন’। এখানে অপূর্বের বিপরীতে আছেন তাসনিয়া ফারিন। নাটকটির গল্প করোনা সংকটকে ঘিরে।

করোনায় আক্রান্ত স্বামী-স্ত্রীর প্রেম ও সংকটের গল্প রয়েছে এই নাটকটিতে।

জিয়াউল ফারুক অপূর্ব দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘আসলে বাস্তবতা মেনে নিয়েই সবাইকে এখন চলতে হবে। এটাই এখন “নিউ নরমাল”। তবে এবার আরও সতর্ক হয়ে কাজ করছি। চেষ্টা করবো এর মধ্যে যাদের কথা দিয়েছি তাদের কাজগুলো শেষ করার।’

‘এমনিতেই তো প্রায় সাড়ে চার মাস কাজের বাইরে ছিলাম। একটু একটু করে কাজ করবো ঈদের আগে পর্যন্ত,’ যোগ করেন তিনি।

অপূর্ব অভিনীত দুটি নাটকই প্রযোজনা করেছে সিএমভি। ঈদের অনুষ্ঠান হিসেবে নাটক দুটি উন্মুক্ত হবে প্রযোজনা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে।

Comments

The Daily Star  | English

Bangladesh to loosen interest rate on IMF prescription

However, the BB governor did not announce when Bangladesh Bank would introduce the flexible interest rate and exchange rate.

2h ago