পটুয়াখালীতে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার, যুবক আটক

পটুয়াখালী শহরের একটি আবাসিক হোটেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টার দিকে শহরের গোরস্থান রোডস্থ হোটেল সাউথ কিং থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রিফাত (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রিফাত খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা। জানা গেছে, রিফাত স্বামী-স্ত্রী পরিচয়ে পিংকি (২৪) নামের ওই নারীকে নিয়ে দুই দিন আগে সাউথ কিং হোটেলে ওঠে।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানিয়েছে, গত দুই দিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে রিফাত ও ওই নারী হোটেলের একটি রুমে ওঠে। আজ সকাল ৭টার দিকে রিফাত নাশতা আনতে বাইরে যায় এবং ফিরে এসে রুমের ভেতর থেকে দরজা আটকানো দেখে। পরে ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি হোটেল ম্যানেজারসহ সেখানকার অন্যদের জানানো হয়। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে রুমে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, এই ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য রিফাতকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলাও হয়েছে।
Comments