ছুটিতে হাইকোর্টের ১২টি বেঞ্চে শুনানি চলবে
চলমান বার্ষিক ছুটিতে মামলার শুনানি ও নিষ্পত্তির জন্য ১২টি একক-বিচারক হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
আজ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বার্ষিক ছুটি শুরু হয়েছে এবং আদালত খুলবে আগামী ৯ আগস্ট।
আজ শুক্রবার সুপ্রিম কোর্ট প্রশাসনের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ছুটি চলাকালীন সময়ের জন্য গঠিত হাইকোর্টের এই ১২টি বেঞ্চ ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালিত হবে।
১২টি বেঞ্চের বিচারকরা হলেন- বিচারপতি তারিক উল হাকিম, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি মো. রইস উদ্দিন, বিচারপতি একেএম আবদুল হাকিম, বিচারপতি এফআরএম নাজমুল আহসান, বিচারপতি আবু জাফর সিদ্দিক, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মো. রুহুল কুদ্দুস, বিচারপতি ফরিদ আহমেদ, বিচারপতি শহিদুল করিম এবং বিচারপতি এসএম কুদ্দুস জামান।
Comments