শ্রীমঙ্গলে চা বাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগান থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার সাতগাঁও ইউনিয়নে আমরাইলছড়া চা বাগানের ৩ নম্বর সেকশন থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘মৃত ব্যক্তির নাম মো. নুরুল ইসলাম (৫৩)। তিনি শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের বাসিন্দা এবং পেশায় কৃষক ছিলেন।’
মৃত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাতে তিনি বাড়িতে ফেরেননি। রাত দুইটার দিকে সর্বশেষ নুরুল ইসলামের সঙ্গে তার ছেলের মুঠোফোনে কথা হয়েছিল।’
মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।
Comments