আইপিএল শুরুর দিন তারিখ চূড়ান্ত
বিশ্বকাপ স্থগিত হওয়ার পরই ঘোষণা আসে সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে এবারের আইপিএল। এবার দিন তারিখও চূড়ান্ত করে ফেলেছে টুর্নামেন্টটির আয়োজকরা। সেপ্টেম্বরের ১৯ তারিখ শুরু হয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জৌলুসময় আসর শেষ হবে ৮ নভেম্বর।
আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল পিটিআইকে জানান, সভায় বসে দ্রুতই তারা পূর্ণাঙ্গ সূচিও ঠিক করে ফেলবেন, ‘গভর্নিং কাউন্সিলের সভা হবে দুএকদিনের মধ্যে। আমরা টাইমফ্রেম ঠিক করে ফেলেছি। ১৯ সেপ্টেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত হবে টুর্নামেন্ট। দ্রুতই পূর্ণাঙ্গ সূচি জানিয়ে দেওয়া হবে। এরমধ্যে সরকারের অনুমতিপত্রও পেয়ে যাওয়ার কথা। এবার আইপিএল হবে ৫১ দিনের।’
সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাহ হবে ৬০ ম্যাচ। আইপিএলের গত আসর হয়েছিল ৪৪ দিনের। এবার ম্যাচ না বাড়লেও একদিনে দুই ম্যাচের সংখ্যা কমানো হয়েছে। এতে বেড়েছে টুর্নামেন্টের দৈর্ঘ্য।
ভারতে করোনাভাইরাস পরিস্থিতি নাজুক থাকায় ঘরোয়া এই আসর ভিন দেশে করতে যাচ্ছে বিসিসিআই। আইপিএলের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমিরাতে যাওয়ার আগে কোভিড-১৯ নেগেটিভ সনদ নিতে হবে, যাওয়ার পরেও সেখানে একবার কোভিড-১৯ পরীক্ষা দিতে হবে। দুটি পরীক্ষা নেগেটিভ আসলে কোয়ারেন্টিনে না থেকে কাজ করতে পারবেন সংশ্লিষ্ট ব্যক্তি।
Comments