স্বাস্থ্য অধিদপ্তরের পদত্যাগকৃত ডিজিকে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে আইনি নোটিশ

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মে জড়িত থাকার অভিযোগে সদ্য পদত্যাগকৃত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।
Professor Abul Kalam Azad-1.jpg
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। ছবি: সংগৃহীত

স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মে জড়িত থাকার অভিযোগে সদ্য পদত্যাগকৃত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

আজ শুক্রবার অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) ই-মেইল এবং কুরিয়ারের মাধ্যমে এই নোটিশ পাঠান।

নোটিশে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করারও অনুরোধ জানানো হয়েছে।

নোটিশের বরাত দিয়ে অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়মের জন্য ডা. আবুল কালাম আজাদ দায়ী এবং দায়বদ্ধ।’

তিনি বলেন, ‘তথাকথিত রিজেন্ট হাসপাতালের সঙ্গে চুক্তির ঘটনায় ডা. আবুল কালাম আজাদ সরাসরি জড়িত ছিলেন।’

এই নোটিশের কোনো প্রয়োগ না দেখা গেলে ডা. আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করবেন বলেও জানান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু।

আরও পড়ুন:

স্বাস্থ্যের ডিজি ডা. কালামের নিয়োগ চুক্তি বাতিল করলো সরকার

স্বাস্থ্য সচিব বললেন ‘পদত্যাগ’ করেছেন, জনপ্রশাসন সচিব জানালেন ‘পত্র পাননি’

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে শোকজ

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অপসারণ দাবি এফডিএসআরের

 

 

 

Comments

The Daily Star  | English

Floods cause Tk 14,421 crore damage in eastern Bangladesh: CPD study

The study highlighted that the damage represents 1.81 percent of the national budget for fiscal year (FY) 2024-25

2h ago