টাঙ্গাইলে আরও ৭৭ জনের করোনা শনাক্ত

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে টাঙ্গাইলের ১২ উপজেলায় মোট এক হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হলো।
স্টার অনলাইন গ্রাফিক্স

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে টাঙ্গাইলের ১২ উপজেলায় মোট এক হাজার ৩৪৮ জনের করোনা শনাক্ত হলো।

আজ শুক্রবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহেদুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ৫০ জন, কালিহাতীতে ছয় জন, মধুপুরে পাঁচ জন, গোপালপুর, ধনবাড়ি ও ভূয়াপুরে তিন জন করে, বাসাইল, নাগরপুর ও ঘাটাইলে দুই জন করে এবং দেলদুয়ার ও সখীপুর উপজেলায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৪৩৩ জন, মির্জাপুরে ৩৫৬ জন, মধুপুরে ৯৫ জন, কালিহাতীতে ৬৭ জন, দেলদুয়ারে ৬৩ জন, সখীপুরে ৬১ জন, ভূয়াপুরে ৫৪ জন, গোপালপুরে ৫৩ জন, ঘাটাইলে ৫১ জন, নাগরপুরে ৪৯ জন, ধনবাড়িতে ৩৭ জন ও বাসাইল উপজেলায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৩৮ জন ও চিকিৎসাধীন আছেন ৫৮৮ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট ২২ জন মারা গেছেন বলে জানান তিনি।

Comments