মানিকগঞ্জে নিখোঁজের একদিন পর ভেসে উঠলো শহিদুলের মরদেহ

মানিকগঞ্জে নিখোঁজের একদিন পর জালে ভেসে উঠলো শহিদুল ইসলামের মরদেহ। আজ শুক্রবার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামে মাধবপুর-মানিকনগর চক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

মানিকগঞ্জে নিখোঁজের একদিন পর জালে ভেসে উঠলো শহিদুল ইসলামের মরদেহ। আজ শুক্রবার সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামে মাধবপুর-মানিকনগর চক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের ভাতিজা সাইফুল ইসলাম জানান, গতকাল সকালে শহিদুল ইসলাম (৫৫) নৌকা নিয়ে ওই চকের মোল্লা ব্রিক্সের পাশে জাগ দেওয়া পাট আনতে গিয়ে নিখোঁজ হন। দুপুর পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না আসায় পরিবারের লোকজন পরিচিত জায়গায় খোঁজ শুরু করেন। আজ ওই চকে জেলেদের বের জাল দিয়ে খুঁজলে সকাল ১০টার দিকে মরদেহ ভেসে উঠে।

সাইফুল অভিযোগ করে বলেন, ‘গত ২২ জুন চাচার খেতের ওপর দিয়ে ঘোড়ার গাড়ি নেওয়াকে কেন্দ্র করে পার্শ্ববর্তী ওয়াইজনগর চকবাড়ি গ্রামের একজনের সঙ্গে ঝামেলা হয়। একপর্যায়ে তাদের পরিবার শহিদুলকে বেধড়ক মারধর করেন।’

‘এ নিয়ে তার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বাদলের মধ্যস্থতায় গত ১৯ জুলাই সালিশ বৈঠকে চিকিৎসা খরচ বাবদ অভিযুক্তদেরর ৫০ হাজার টাকা জরিমানা করা হয়,’ বলেন সাইফুল।

তিনি আরও অভিযোগ করেন, ‘পূর্বের ওই মারামারির জের ধরে চাচাকে চকে একা পেয়ে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে বাঘুলি শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শর্ক মো. লুৎফর রহমান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago