চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতি মামলার আসামি নিহত
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্দুকযুদ্ধে শের আলী নামে এক ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। আজ শনিবার দুপুরে র্যাব-৭ এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামুন এ তথ্য জানান।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ গভীর রাতে সরল ইউনিয়ন এলাকায় বন্দুকযুদ্ধ হয়। শের আলী একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। শের আলীর মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
Comments