‘কখনোই এমন হয়নি যে তিন-চার মাস বাসায় বসে ছিলাম’
দীর্ঘদিন পর মাঠে গিয়ে অনুশীলন করতে পেরে যারপরনাই আনন্দিত নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিও বার্তায় তিনি জানালেন, টানা এত লম্বা সময় বাসায় বসে থাকার অভিজ্ঞতা এবারই তার প্রথম।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গেল মার্চ থেকে বন্ধ হয়ে আছে দেশের ক্রিকেট। গেল সপ্তাহ থেকে অবশ্য মাঠে গিয়ে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করার জন্য ক্রিকেটারদেরকে অনুমতি দিয়েছে বিসিবি। দেশের বিভিন্ন ভেন্যুতে খেলোয়াড়দের অনুশীলনের জন্য নির্দিষ্ট সময়সূচিও বেঁধে দেওয়া হয়েছে।
বোর্ডের নিয়মকানুন মেনে সম্প্রতি শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শুরু হয়েছে ব্যক্তিগত পর্যায়ের অনুশীলন। সেখানেই ঘাম ঝরাচ্ছেন ২১ বছর বয়সী শান্ত। গেল মার্চে আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে সবশেষ খেলা এই তরুণ টপ-অর্ডার ব্যাটসম্যান উপভোগ করছেন মাঠে ফেরাটা।
‘অনেক ভালো লাগছে। অনেক দিন পর মাঠে এসে অনুশীলন করতে পারলাম। কখনোই এমন হয়নি যে তিন-চার মাস বাসায় বসে ছিলাম। নতুন একটি অভিজ্ঞতা ছিল। তবে অনেক দিন পর মাঠে এসে অনুশীলন করতে পেরে অনেক আনন্দিত এবং অনেক উপভোগ করলাম।’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে এখন পর্যন্ত চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছেন শান্ত। দারুণ প্রতিভাবান এই ক্রিকেটার সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছিলেন।
Comments