বঙ্গবন্ধুর হত্যাকারী রাশেদকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে
বঙ্গবন্ধুর হত্যাকারী রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে বলে আভাস দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। গত শুক্রবার মার্কিন ম্যাগাজিন পলিটিকোর এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, গত মাসের শেষের দিকে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার ৪০ বছর পুরনো মামলার কার্যক্রম আবারও শুরু করেছেন। এতে রয়েছে, একজন রাষ্ট্রপতির হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও বাংলাদেশের সামরিক বাহিনীর এক সাবেক কর্মকর্তার রাজনৈতিক আশ্রয় নিয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে দীর্ঘ আইনি লড়াই।
গত ১৫ বছর এই মামলার কার্যক্রম বন্ধ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, অভিবাসন আইনজীবীরা মনে করছেন, এই মামলার কার্যক্রম শুরু হওয়ায় জনগণকে এই বার্তা দেওয়া হলো যে কারা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন।
তারা আরও মনে করেন, বছরের পর বছর সফলভাবে আইনি লড়াই চালিয়ে যাওয়ার পরও হঠাৎ করে যে কারো বিরুদ্ধে রায় চলে আসতে পারে।
Comments