তীব্র স্রোতে ভেসে গেল টাঙ্গাইলের বড় বাসালিয়া সেতুর সংযোগ সড়ক
টাঙ্গাইলের সদর উপজেলায় লৌহজং নদীর ওপরে বড় বাসালিয়া সেতুর এক পাশের সংযোগ সড়ক তীব্র স্রোতে ভেসে গেছে। আজ রোববার সকালে সংযোগ সড়ক ভেসে যাওয়ায় কালিহাতী উপজেলার কুঁজবাড়ি ও বড় বাসালিয়া গ্রামের সঙ্গে জেলা সদরের অভ্যন্তরীণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেব দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যমুনার শাখা নদী লৌহজংয়ে গত কয়েক দিন ধরেই পানি বাড়ছিল। সেই সঙ্গে তীব্র হয়েছে স্রোত। আজ সকাল ৭টা থেকে সেতুর পূর্ব পাশের রাস্তা ভাঙতে শুরু করে। সকাল ১০টার মধ্যে পুরো রাস্তা স্রোতে ভেসে যায়।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০১৬ সালে ৯৯ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করে। সে সময় স্থানীয় বাসিন্দারা অভিযোগ তোলেন, নিম্ন মানের সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। এ ছাড়া, স্থানীয় প্রভাবশালীরা গত কয়েক বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন করায় সেতুটি হুমকির মুখে পড়েছে। গত বছরের বন্যায় পূর্ব পাশের সংযোগ সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে সময় অনেক বাড়ি-ঘর ডুবে যায়।
এলজিইডি’র প্রকৌশলী মোহাম্মদ হেদায়েতুল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
চলতি বছরের বন্যায় টাঙ্গাইলের আরও তিনটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাসাইল উপজেলায় দুটি ও নাগরপুর উপজেলায় একটি।
Comments