কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে আরও এক শিশুর মৃত্যু
কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই বছরের এক শিশু মারা গেছে। আজ রবিবার দুপুরে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কুলামুয়া কালাইরচর গ্রামের জহুরুল ইসলামের ছেলে আবু হানিফ মারা যায়।
এ নিয়ে কুড়িগ্রামে এবার বন্যায় ১৯ শিশু পানিতে ডুবে মারা গেল।
শিশুটির বাবা জহুরুল জানান, দুপুরে হানিফের মা চায়না বেগম তাকে উঠোনে বসিয়ে রেখে রান্নাঘরে কাজ করছিল। সেখানে শিশুটি খেলতে খেলতে কোন একসময় উঠানের পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি পর পানির উপর মরদেহ দেখতে পায়।
কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, বন্যার পানিতে ডুবে শিশু মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। শুধু অভিভাবকদের অসচেতনতার কারণেই মর্মান্তিক এ ঘটনাগুলো ঘটছে বলে তিনি জানান। বিশেষ করে আট বছরের কম বয়সের শিশুদের প্রতি তাদের বাবা-মায়ের সতর্ক নজর সবসময় রাখতে হবে যতদিন পর্যন্ত বন্যার পানি থাকবে।
Comments