করোনায় নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলমের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এবং নওগাঁ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম মারা গেছেন।
আজ সোমবার সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
সংসদ সদস্য ইসরাফিল আলম তীব্র শ্বাসকষ্ট নিয়ে গত ৬ জুলাই প্রথম ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
সেসময় তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। সেখানে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হলে তাকে বাসায় আনা হয়। পরে পরীক্ষা করে করোনা নেগেটিভ রিপোর্ট আসে তার।
পরে ১৭ জুলাই আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।
ইসরাফিল আলম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং বর্তমান সংসদে ওই কমিটির পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য।
তিনি ১৯৬৬ সালে রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামে জন্মগ্রহণ করেন।
২০০৮ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে জয়ী হন তৎকালীন ঢাকা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসরাফিল আলম।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নওগাঁ জেলা আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি শোক জানিয়েছেন।
Comments