সংগীতশিল্পী রবি চৌধুরী করোনায় আক্রান্ত
সংগীতশিল্পী রবি চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানিয়েছেন।
সেখানে তিনি লিখেছেন, ‘এই সময়ে কারো ফোন রিসিভ করতে পারছি না বলে দুঃখিত। সবার কাছে দোয়া চাই।’
‘গানে গানে আবার দেখা হবে’ বলেও উল্লেখ করেন তিনি।
দীর্ঘদিন ধরে এই সংগীতশিল্পী গান করছেন। সম্প্রতি ‘জাতীয় বেয়াদব’ শিরোনামের একটি গানের মধ্য দিয়ে নতুন করে আবার আলোচনায় আসেন ‘এক জনমের কষ্টের প্রেম’-খ্যাত এই শিল্পী।
Comments