লালমনিরহাটে বন্যাদুর্গতদের মাঝে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ
বিদ্যানন্দ ফাউন্ডেশনের পাঠানো ত্রাণ সহায়তা লালমনিরহাটের ধরলাপাড়ের বন্যাদুর্গত পাঁচ শ পরিবারের মাঝে বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে আজ সোমবার দুপুরে এসব ত্রাণ সহায়তা বন্যাদুর্গতদের হাতে তুলে দেওয়া হয়। প্রত্যেক বানভাসি পরিবারকে চার কেজি চাল, চার কেজি আটা ও দুই কেজি করে ডাল বিতরণ করা হয়েছে।
কুলাঘাটি ইউনিয়নের চর শিবেরকুটির বানভাসি সহিদা বেওয়া (৬২) বলেন, ‘যে ত্রাণ সহায়তা পেয়েছি, তা আমাদের অনেক উপকারে আসবে। ঘরে খাবার না থাকায় অনেক কষ্টে আমাদেরকে দিনাতিপাত করতে হচ্ছে। আসছে ঈদের দিন পর্যন্ত এ খাবারেই আমাদের চলবে।’
একই এলাকার বানভাসি নূর হোসেন (৫৮) বলেন, ‘দফায় দফায় বন্যার কারণে আমরা মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছি। এমনিতেই করোনাভাইরাসের কারণেও আমাদের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। তার ওপর বন্যা আমাদেরকে আরও বেশি দুর্দশার মধ্যে ঠেলে দিয়েছে। হাতে কাজকর্ম না থাকায় পরিবার-পরিজন নিয়ে আমাদেরকে অনেক কষ্টে থাকতে হচ্ছে। এখন ত্রাণ সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি এসেছে।’
ত্রাণসামগ্রী বিতরণকালে বিজিবি’র রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আলীমুল করিম চৌধুরী বলেন, ‘বন্যায় ধরলাপাড়ের ক্ষতিগ্রস্ত ও দুঃস্থ পরিবারগুলোকে বিজিবি’র সদস্যরা চিহ্নিত করে তাদের নামের তালিকা করেছে। যাতে প্রকৃত বানভাসিরা ত্রাণ সহায়তা পান। এই সহায়তা পেয়ে তারা সবাই খুশি হয়েছেন।’
Comments