এবি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকা লুট

বরখাস্তকৃত ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার, ৩৫ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার

ছবি: সংগৃহীত

প্রতারণার মাধ্যমে এবি ব্যাংক থেকে এক কোটি ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় ব্যাংকটির মানিকগঞ্জের পারিল শাখা থেকে বরখাস্ত শিক্ষানবীশ কর্মকর্তা ফয়সাল আলম সিহাবকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তার বাড়ি থেকে ৩৫ লাখ ৭৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

আজ সোমবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির মানিকগঞ্জ জেলা কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী।

তিনি বলেন, ‘অপেশাদারী কার্যকলাপের জন্য চলতি মাসের ৫ তারিখে ফয়সালকে বরখাস্ত করে ব্যাংক কর্তৃপক্ষ। বিষয়টি গোপন রেখে এর দুই দিন পরে ব্যাংকের অন্য কর্মকর্তার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এবি ব্যাংকের উত্তরা শাখায় ভুয়া তথ্য দিয়ে খোলা একটি একাউন্টে এক কোটি ৩৭ লাখ টাকা স্থানান্তর করেন তিনি।’

‘অন্য একজনের সহায়তায়তা ওই হিসাব থেকে ৫০ লাখ টাকা উত্তোলন এবং আরটিজিএস এর  মাধ্যমে গাড়ি বিক্রেতার একাউন্টে ৭৮ লাখ ৫০ হাজার টাকা দিয়ে দুইটি নতুন গাড়ি ক্রয় করেন ফয়সাল,’ বলেন আব্দুল্লাহেল বাকী।

টাকা খোয়া যাওয়ার বিষয়টি বুঝতে পেয়ে গত ১০ জুলাই ফয়সালসহ চারজনকে আসামি করে সিংগাইর থানায় অভিযোগ করেন শাখা ব্যবস্থাপক আরিফ আহমেদ।

মামলার তদন্তের দায়িত্ব পেয়ে তথ্যপ্রযুক্তি সহায়তায় গত ১৮ জুলাই ঢাকার জিগাতলা থেকে ক্রয়কৃত নতুন গাড়ি দুটি জব্দ করে মানিকগঞ্জ সিআইডির কর্মকর্তারা। প্রতারণায় সহায়তার অপরাধে ওইদিন মুত্তাকিন আহমেদ সিয়াম নামে ফয়সালের এক বন্ধুকেও আটক করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এর ধারাবাহিকতায় গত রাতে সিংগাইরের নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মামলার প্রধান আসামি ফয়সালকে। এ সময় তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ৩৫ লাখ ৭৮ হাজার টাকা।

বাকী টাকা উদ্ধার এবং প্রতারণার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলামান আছে। গ্রেপ্তার ফয়সালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মীর্জা আব্দুল্লাহেল বাকী।

Comments

The Daily Star  | English
Government notification banning Awami League

Govt bans activities of AL until ICT trial completion

A Public Security Division joint secretary confirmed the matter

2h ago