শিক্ষার্থীদের স্বল্প খরচে ইন্টারনেট দিতে অপারেটরদের সঙ্গে আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

একেবারে বিনামূল্যে নয়, স্বল্পমূল্যে শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে সরকার যোগাযোগ করছে। আলোচনা ফলপ্রসূ হলে অচিরেই শিক্ষার্থীরা স্বল্প খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারবে।
চাঁদপুরে কোভিড-১৯ পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: স্টার

একেবারে বিনামূল্যে নয়, স্বল্পমূল্যে শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে সরকার যোগাযোগ করছে। আলোচনা ফলপ্রসূ হলে অচিরেই শিক্ষার্থীরা স্বল্প খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারবে।

আজ সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বেগম মসজিদ সংলগ্ন একটি ভবনে কোভিড-১৯ পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা জানিয়েছেন।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য দীপু মনি বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এতে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে না। তাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সেই দিকে লক্ষ্য রেখেই সরকার নানা চিন্তা ভাবনা করছে।

পিসিআর ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ। এ ছাড়া জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, সিভিল সার্জন ডা. মো সাখাওয়াত উল্লাহ, শিক্ষামন্ত্রীর বড় ভাই ডা. জেআর ওয়াদুদ টিপুসহ বিভিন্ন চিকিৎসক এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Israel resumes Gaza attacks

Israel's military said today it had resumed fighting in Gaza, with airstrikes and artillery fire reported in Gaza City, as a truce expired with no agreement to extend it

47m ago