করোনায় পাউবো’র সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদের মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। আজ মঙ্গলবার সকাল ৮টায় বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আবুল কালাম আজাদের বাড়ি নওগাঁ সদর উপজেলায়। গত ২০ জুলাই রাত ৯টা ৪১ মিনিটে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। নমুনা পরীক্ষা করে ২১ জুলাই জানা যায় তিনি করোনায় আক্রান্ত।’
Comments