কুড়িগ্রামে বাবা-মাকে বেঁধে রেখে স্কুলছাত্রীকে ধর্ষণ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আজ মঙ্গলবার সকালে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার গভীর রাতে উপজেলার ছিনাই ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি বলেন, ‘মুখোশ পরে কয়েকটি যুবক গভীর রাতে বাড়িতে ঢুকে পড়ে। তারা ওই কিশোরীর বাবা, মা ও ছোট বোনকে বেঁধে রেখে তাকে বাড়ির পাশের বাগানে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। দুর্বৃত্তরা চলে যাওয়ার পরে ভোররাতে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে। নির্যাতনের শিকার কিশোরীকে প্রথমে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল দুপুরে সেখান থেকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।’
‘গতকাল রাতে কিশোরীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মুখোশ পরা যুবকরা নগদ টাকা ও প্রায় আড়াই লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে মামলার নথিতে অভিযোগ করা হয়েছে। তাদের ধারণা, এ ঘটনায় যারা জড়িত তারা স্থানীয় বাসিন্দা’— বলেন রাজু সরকার।
নির্যাতনের শিকার কিশোরীর বাবা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মুখোশ পরে থাকায় যুবকদের চেনা যায়নি। অপরিচিত একটি নম্বর থেকে বাড়ির মোবাইল ফোনে বিভিন্ন সময় অশালীন ভাষায় লেখা মেসেজ আসতো। যারা এই ঘটনায় জড়িত, তারা স্থানীয় বাসিন্দা।’
Comments