বকেয়া বেতনের দাবিতে জুট মিল শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন পরিশোধ ও পূর্ণ উৎসব ভাতার দাবিতে কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী আশা জুট মিলের শ্রমিক-করমচারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। আজ মঙ্গলবার সকালে আড়িখোলা এলাকায় কারখানার সামনে প্রায় দুই ঘণ্টা তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কয়েক শ শ্রমিক বিক্ষোভ কর্মসূচি পালন করে। কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক নেতাদের আলোচনা হয়েছে। আগামীকাল বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেয়ে তারা কর্মসূচি প্রত্যাহার করে।’
বিক্ষুব্ধ শ্রমিকরা টায়ার জ্বালিয়ে মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সালেহ আহমেদ আরও বলেন, ‘চান্দিনা ও দেবিদ্বার থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশ অবস্থান নিয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।’
আশা জুট মিলের শ্রমিক সুজন বলেন, ‘গত পাঁচ মাস ধরে আমাদের বেতন বাকেয়া। এই পরিস্থিতিতে আমরা মানবেতর জীবন যাপন করছি। বাধ্য হয়ে আমাদের রাস্তায় নামতে হয়েছে।’
Comments