পাকিস্তানে গুরুদুয়ারাকে মসজিদে রূপান্তরের চেষ্টায় ভারতের প্রতিবাদ

পাকিস্তানের লাহোরের একটি ঐতিহাসিক গুরুদুয়ারাকে মসজিদে রূপান্তর করার চেষ্টার প্রতিবাদ জানিয়েছে ভারত।
ফাইল ফটো এনডিটিভি

পাকিস্তানের লাহোরের একটি ঐতিহাসিক গুরুদুয়ারাকে মসজিদে রূপান্তর করার চেষ্টার প্রতিবাদ জানিয়েছে ভারত।

এনডিটিভি জানায়, সোমবার, পাকিস্তান হাইকমিশনের কাছে এ নিয়ে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘লাহোরে গুরুদুয়ারা শহিদি আস্থানকে মসজিদ শহিদগঞ্জ হিসেবে দাবি করা হচ্ছে। কিছু মানুষ ওই ঐতিহাসিক গুরুদুয়ারাকে মসজিদে রূপান্তরিত করার চেষ্টা করছে। এ বিষয়ে পাকিস্তান হাইকমিশনে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।’

এই ঘটনায় পাকিস্তানে সংখ্যালঘু শিখদের পক্ষে ন্যায়বিচারের জন্য আহ্বান জানিয়েছেন ভারতের পাঞ্জাবে শিখদের রাজনৈতিক দল শিরোমনি আকালি দলের মুখপাত্র মনজিন্দর সিং। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘চরমপন্থীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে টুইট করেন তিনি।

টুইটে তিনি বলেন, ‘পাক উগ্রপন্থীরা শহিদি আস্থানকে পুরোপুরি নির্মূল করতে চায়। এই পদক্ষেপ মৌলিক মানবাধিকার বিরোধী- কেউই অন্যের কাছ থেকে ধর্ম পালন করার স্বাধীনতাকে কেড়ে নিতে পারে না। দয়া করে এই জাতীয় চরমপন্থী কার্যকলাপ বন্ধ করতে ব্যবস্থা নিন ও শহিদি আস্থানকে রক্ষা করুন।’

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘পাকিস্তানকে ধর্মীয় অধিকার ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষাসহ তারা যাতে ভালোভাবে সেখানে থাকতে পারে সে বিষয়টি পর্যবেক্ষণের জন্যও আহ্বান জানানো হয়েছে।’

Comments

The Daily Star  | English

Singapore’s Financial Intelligence Unit seeks info on S Alam Group

The overseas assets of S Alam Group, including those in Singapore, came under scrutiny following recent media reports.

2h ago