লিভারপুলকে চ্যাম্পিয়ন করে বর্ষসেরা কোচ ক্লপ

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন বিজয়ী হিসেবে ইয়ুর্গেন ক্লপের নাম ঘোষণা করেন।
klopp
ছবি: লিভারপুল টুইটার

৩০ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে লিভারপুলকে ইংল্যান্ডের শীর্ষ লিগের শিরোপা জেতানো ইয়ুর্গেন ক্লপ লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বিচারে বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন।

সোমবার রাতে এই জার্মান ট্যাকটিশিয়ানের নাম ঘোষণা করেন আরেক ইংলিশ পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন, যার নামেই পুরস্কারটির নামকরণ করা হয়েছে।

রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ক্লপের অধীনে একই মৌসুমে ফিফা ক্লাব বিশ্বকাপও ঘরে তুলেছে লিভারপুল। অলরেডরা ঘরোয়া আসর শেষ করেছে ৯৯ পয়েন্ট নিয়ে, আগের দুইবারের শিরোপাজয়ী ম্যানচেস্টার সিটির চেয়ে ১৮ পয়েন্টে এগিয়ে থেকে।

ক্লপকে শুভেচ্ছা জানিয়ে ফার্গুসন বলেছেন, ‘ইয়ুর্গেন, চমৎকার। এই পুরস্কারটি তোমারই প্রাপ্য। তোমার দলের পারফরম্যান্স ছিল অসাধারণ মানের। পুরো ক্লাবের মধ্যে তোমার ব্যক্তিত্বের ছাপ দেখতে পাওয়া যায়। দুর্দান্ত একটি পারফরম্যান্স ছিল।’

এরপর রসিকতা করে তিনি যোগ করেছেন, ‘আমাকে রাত সাড়ে তিনটায় (ফোন করে) জাগিয়ে বলেছিলে যে তুমি লিগ জিতেছ, ক্ষমা করে দিচ্ছি। তবে যাই হোক, এই পুরস্কারটি পুরোপুরি তোমারই প্রাপ্য। দারুণ।’

সম্মাননা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ক্লপ ফার্গুসন সম্পর্কে বলেছেন, ‘আমি জানি লিভারপুলের কোচ হিসেবে এটা বলা শতভাগ উপযুক্ত নয়, তবে আমি তাকে শ্রদ্ধা করি। ব্রিটিশ কোচদের মধ্যে তার সঙ্গেই আমার প্রথম দেখা হয়েছিল।’

স্মৃতিচারণ করে তিনি যোগ করেছেন, ‘আমরা একসঙ্গে সকালের নাশতা করেছিলাম। তার কতখানি মনে আছে তা আমি নিশ্চিত নই, তবে আমার মনে আছে। কারণ, আমার কাছে সেই মুহূর্তটি পোপের সঙ্গে সাক্ষাৎ করার মতো ছিল।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago