একনেকে ৩ হাজার ৭৫ কোটি টাকা ব্যয়ে ৭ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) তিন হাজার ৭৫ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে সাতটি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এ সাতটি প্রকল্পে বাংলাদেশ সরকার অর্থায়ন করবে দুই হাজার ১৩২ কোটি ৮৮ লাখ টাকা ও বিদেশি অর্থায়ন হবে ৯৪২ কোটি ৪৬ লাখ টাকা।

আজ মঙ্গলবার একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পগুলো হলো-রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ ব্যবস্থার পুনর্বাসন, খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন, ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট (আইএসপিপি-৩য় সংশোধিত), আমার বাড়ি আমার খামার (৪র্থ সংশোধিত), তুলার গবেষণা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তর, মুজিবনগর সেচ উন্নয়ন এবং শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন (২য় পর্যায়)।

একনেকের আজকের সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশ নেন। পরিকল্পনা মন্ত্রী গণভবনে এবং অন্য মন্ত্রীরা এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন। 

 

Comments

The Daily Star  | English

Legal notice served to Shakib Al Hasan Agro Farm seeking loan repayment of Tk 4.13cr

Two cheques issued by Shakib Al Hasan Agro Farm were dishonoured as there were insufficient funds in the account the company maintained with IFIC Bank.

35m ago