ধামরাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে এক কিশোরীকে (১৬) ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সৎ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন (৪০) জামালপুর জেলার সদর থানার বাসিন্দা। কর্মসূত্রে তিনি ধামরাইয়ের কালামপুরে পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ‘ফরহাদ হোসেন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে সৎ মেয়েকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করতো। একপর্যায়ে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায়।’
এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরীর মা আজ সকালে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফরহাদ হোসেনের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে পুলিশ কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানান ওসি।
তিনি বলেন, ‘গ্রেপ্তারের পর আজ দুপুরে তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য বিচারক আদালতে পাঠানো হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
Comments