পল্লবী থানায় বিস্ফোরণে ৪ পুলিশসহ আহত ৫
‘ওজন মেশিন’ বিস্ফোরণে পল্লবী থানার চার পুলিশ কর্মীসহ পাঁচ জন আহত হয়েছেন।
আজ সকালে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আজ সকাল ৬টার দিকে ডিউটি অফিসারের কক্ষে এ ঘটনা ঘটে।’
তিনি আরও জানান, ‘পল্লবী থানায় গতকাল আগ্নেয়াস্ত্র এবং ওজন মেশিনসহ তিনজনকে আটক করে পুলিশ। ওজন মেশিনটি ডিউটি অফিসারের ঘরে রাখা হয়। যা সকালে বিস্ফোরিত হয়ে পাঁচ জন আহত হন।
এ ঘটনায় আহতরা হলেন- ওসি তদন্ত ইমরানুল (৪৮) এসআই সজীব (৩০) পিএসআই অঙ্কুশ কুমার (২৮), পিএসআই রুমি তারবেজ হায়দার (২৮) এবং সিভিল মো. রিয়াজ (২৮)।
ডিসি জানিয়েছেন, আহতদের মধ্যে সিভিল স্টাফ রিয়াদের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘আহত অবস্থায় পাঁচ জন হাসপাতালে এসেছিল। এর মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। একজনকে চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। রুমী ও রিয়াজকে ভর্তি রাখা হয়েছে। রিয়াজের বাম হাতের কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ডান হাতও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তার পেটে বড় ধরনের ইঞ্জুরি হয়েছে। তাদের চিকিৎসা চলছে।’
Comments