মৌলভীবাজারে অটোরিকশা চালককে হত্যার অভিযোগে আটক ২
মৌলভীবাজারের গিয়াসনগরের ইমামবাজারে সিএনজি আটোরিকশা স্ট্যান্ডের চাঁদা নিয়ে কথা কাটাকাটির জেরে অটোরিকশা চালক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই অটোরিকশা চালককে আটক করেছে মৌলভীবাজার পুলিশ।
আজ বুধবার মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের চাঁদা নিয়ে কয়েকদিন যাবত এই এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল। গতকাল বিকেলে এ নিয়ে অটোরিকশা চালক মো. ফজলুর রহমানের (২৭) সঙ্গে অপর অটোরিকশা চালক ইলিয়াসের (২৬) কথা কাটাকাটি হয়। এতে মো. ইলিয়াস ক্ষিপ্ত হয়ে মো. ফজলুর রহমানের উপর হামলা চালায় এবং শরীরের অনেক স্থানে আঘাত করে। এতে তিনি মারাত্মক আহত হন।
আহত অবস্থায় মো. ফজলুর রহমানকে মৌলভীবাজার হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান বলেন, ‘স্থানীয়দের সহায়তায় গতকাল রাতে হামলাকারী মো. ইলিয়াস এবং মো. খালিক মেম্বার নামের দুইজনকে আটক করা হয়েছে।’
Comments