অসচ্ছল শিল্পীদের জন্য এফডিসিতে কোরবানি দেবেন পরীমনি

অসচ্ছল শিল্পীদের জন্য ২০১৬ সাল থেকে প্রতিবছর কোরবানি দেন চিত্রনায়িকা পরীমনি। সেই ধারাবাহিকতায় এবারেও তিনি বিএফডিসিতে পাঁচটি গরু কোরবানি দিতে যাচ্ছেন।
Porimoni
পরীমনি। ছবি: স্টার

অসচ্ছল শিল্পীদের জন্য ২০১৬ সাল থেকে প্রতিবছর কোরবানি দেন চিত্রনায়িকা পরীমনি। সেই ধারাবাহিকতায় এবারেও তিনি বিএফডিসিতে পাঁচটি গরু কোরবানি দিতে যাচ্ছেন।

পরীমনি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘এফডিসির মানুষগুলোর সঙ্গে বছরের সবচেয়ে বেশি সময় কাটে। তারা আমার সহকর্মী, সবচেয়ে প্রিয়মানুষ। তাদের সঙ্গে এবারও কোরবানি ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই।’

‘এবারে পাঁচটি গরু কোরবানি হবে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ঈদের নামাজের পর এফডিসিতে গরুগুলো কোরবানি করা হবে।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের কারণে কোরবানি নিয়ে এবার একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনেই এ বছর গরু কোরবানি দেওয়া হবে।’

পরীমনি অভিনীত চয়নিকা চৌধুরীর সিনেমা ‘বিশ্বসুন্দরী’ মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

এছাড়াও, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামের একটি ছবিতে কাজ করছেন তিনি।

সরকারি অনুদানের ‘মুখোশ’ নামের নতুন একটি ছবিতে অভিনয় জন্য চুক্তিবন্ধ হয়েছেন এই নায়িকা।

Comments