বিদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় ৩ খাতে কাজ করতে পারবে

করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারের জন্য কর্মক্ষেত্রে নাগরিকদের অগ্রাধিকার নিশ্চিত করতে বিদেশি শ্রমিক নিয়োগ কমাবে মালেশিয়া।
দেশটির গণমাধ্যম মালয় মেইল জানায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ (মুভমেন্ট কন্ট্রোল অর্ডার) ঘোষণার কারণে দেশটির অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার পার্লামেন্ট দেওয়ান রাকায়েতে বিদেশি কর্মীরা কেবল নির্মাণকাজ, কৃষিকাজ ও উদ্যানের কাজে নিযুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রী আওয়াঙ্গ সোলাহুদিন।
তিনি বলেন, ‘অন্যান্য খাত আমরা স্থানীয় শ্রমিকদের দিয়ে পূরণ করতে চাই। বিদেশি শ্রমিক কমিয়ে আনতে গাইডলাইন অনুসারে এমনটা করা হবে।’
বর্তমানে দেশটিতে বিদেশি শ্রমিকরা এই তিনটি খাত ছাড়াও উৎপাদন, শিল্প ও সেবাখাতে কাজ করার অনুমতি পেয়ে থাকেন।
সাধারণ বিদেশি শ্রমিকদের এমন সব কাজে নিযুক্ত করা হয় যেগুলোকে স্থানীয়রা নোংরা, বিপজ্জনক ও কঠিন কাজ বলে মনে করেন। অনেক স্থানীয় শ্রমিক মনে করেন, এ ধরনের কাজে পরিশ্রম অনুযায়ী উপযুক্ত বেতন দেওয়া হয় না।
Comments