পল্লবী থানায় বোমা বিস্ফোরণ তদন্তে তিন সদস্যের কমিটি

গতকাল রাজধানীর পল্লবী থানায় উদ্ধারকৃত এক বোমা বিস্ফোরণে চার পুলিশ সদস্যসহ পাঁচ জন আহত হওয়ার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
pollobi thana
ছবি: সংগৃহীত

গতকাল রাজধানীর পল্লবী থানায় উদ্ধারকৃত এক বোমা বিস্ফোরণে চার পুলিশ সদস্যসহ পাঁচ জন আহত হওয়ার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার (অপারেশন) মো মনির হোসেন এবং সদস্য হিসেবে রয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (দারুসসালাম জোন), মিরপুর বিভাগ ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (স্পেশাল অ্যাকশন গ্রুপ) মো. রহমত উল্লাহ চৌধুরী।

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় গতকাল বুধবার এ কথা বলা হয়।

বার্তায় আরও বলা হয়, বোমা বিস্ফোরণ সংক্রান্ত সব তথ্য সংগ্রহ, বিস্ফোরিত বোমার প্রকৃতি নির্ণয়, বোমার উৎস, থানা ভবনের ভেতরে বোমা থাকার বিষয়, এর ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সের দায়-দায়িত্ব নিরূপণ করে কমিটি তদন্ত প্রতিবেদন আগামী তিন কার্য দিবসের মধ্যে ডিএমপি কমিশনারের কাছে দাখিল করবে।

আরও পড়ুন

পল্লবী থানায় বিস্ফোরণের দায় স্বীকার আইএসের, ‘দাবি মিথ্যা’ বলছে সিটিটিসি

পল্লবী থানায় বিস্ফোরণে ৪ পুলিশসহ আহত ৫

Comments