আজ পবিত্র হজ
আজ পবিত্র হজ। আরাফাতের ময়দানে ধ্বনিত হবে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক’ অর্থাৎ ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই’।
আজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন হজ পালনকারীরা। হজের খুতবা শোনার জন্য তারা আরাফাতের ময়দানে যাবেন। তারপর যাবেন মুজদালিফায়।
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারির কারণে কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে পালিত হচ্ছে এবারের হজ। সৌদিতে অবস্থান করা নির্দিষ্ট সংখ্যাক মানুষ এবার হজের সুযোগ পেয়েছেন।
মক্কার গ্র্যান্ড মসজিদ থেকে সাত কিলোমিটার দূরে স্থাপিত মিনায় হজপালনকারীরা অবস্থান নেবেন।
হজ পালনে ইচ্ছুকদের মক্কায় তাপমাত্রা পরীক্ষা করে কোয়ারেন্টিনে রাখা হয়। স্বাস্থ্যকর্মীরা তাদের লাগেজ জীবাণুমুক্ত করেন।
স্বাস্থ্য ও নিরাপত্তা কর্মীরা কাবা শরিফের চারদিকে জীবাণুমুক্ত করতে বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন।
এবারের হজ পালনকারীদের নিরাপত্তায় ও কাবা শরিফের পরিচ্ছন্নতায় কাবা শরিফ স্পর্শ করতে দেওয়া হবে না। তাদের দেখাশোনার জন্য স্বাস্থ্যকেন্দ্র, ভ্রাম্যমাণ ক্লিনিক ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। হজযাত্রীদের মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।
Comments