ময়মনসিংহে অধিক লাভে টিসিবির পণ্য বিক্রি করায় ডিলার গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য অধিক লাভে বিক্রির অপরাধে এক ডিলারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মেসার্স আজিজ অয়েল মিলসে ওই অভিযান চালায় র‌্যাব-১৪ এর একটি দল। গ্রেপ্তার ডিলারের নাম মো. সাইদুল ইসলাম (৫০)।

এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুদকৃত টিসিবির ৯৬ বস্তা চিনি (৫০ কেজি প্রতি বস্তা), ৪২ বস্তা ডাল (৫০ কেজি প্রতি বস্তা), ২১ হাজার ১৬২ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার ও র‌্যাবের মিডিয়া অফিসার মো. তফিকুল আলম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিলার সাইদুল ইসলাম স্বীকার করেছেন তিনি দীর্ঘদিন ধরে নিয়মনীতি না মেনে টিসিবির পণ্য মজুদ করে রেখেছিলেন। অধিক মুনাফা লাভের আশায় এগুলো বেশি দামে বিক্রি করতেন।’

আটক ডিলারকে আজ দুপুরে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Comments