করোনাভাইরাস থেকে সেরে উঠলেন জাভি
বার্সেলোনার সাবেক তারকা জাভি হার্নান্দেজ করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর কাতারের ক্লাব আল-সাদের প্রধান কোচ হিসেবে পুনরায় দায়িত্ব পালন শুরু করেছেন তিনি।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে করোনামুক্ত হওয়ার সুখবরটি জাভি নিজেই দিয়েছেন। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘সম্প্রতিক দিনগুলোতে আপনারা (আমার সুস্থতা কামনা করে) যে বার্তাগুলো পাঠিয়েছেন, সেগুলোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’
তিনি যোগ করেছেন, ‘আমি আপনাদের জানাতে চাই যে, আমি সুস্থ হয়ে হয়ে উঠেছি এবং আমার পরিবার ও আল-সাদের কাছে ফিরে এসেছি।’
গেল শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেছিলেন স্পেনের হয়ে একটি বিশ্বকাপ ও দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ জেতা ৪০ বছর বয়সী সাবেক এই ফুটবলার।
সেলফ-আইসোলেশনে থাকাকালীন জাভির শরীরে কোনো উপসর্গ অবশ্য ছিল না। তখন তিনি বলেছিলেন, ‘যখন স্বাস্থ্যসেবাদাতারা আমাকে অনুমতি দেবেন, আমি যত দ্রুত সম্ভব আমার প্রতিদিনের রুটিন এবং কাজে ফিরে আসতে মুখিয়ে থাকব।’
বর্ণাঢ্য খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানার পর গেল বছর আল-সাদের কোচের দায়িত্ব গ্রহণ করেছেন জাভি। চলতি মাসের শুরুতে দলটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন তিনি।
Comments