যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন পেছানোর আহ্বান ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ফটো রয়টার্স

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন স্থগিত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মহামারির কারণে এবারের নির্বাচনে পোস্টাল ভোটিং এ জালিয়াতির সম্ভাবনা ও ভুল ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে বলে জানান তিনি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকের ‘সুষ্ঠু ও নিরাপদ’ ভোটের নিশ্চয়তায় নির্বাচন পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন ট্রাম্প।

দীর্ঘদিন ধরে ‘মেইল-ইন ভোটিং’ এর বিরুদ্ধে সরব ছিলেন ট্রাম্প। এর মাধ্যমে জালিয়াতি হতে পারে বলে জোর দাবি জানান তিনি।

করোনাভাইরাস মহামারির মধ্যে জনস্বাস্থ্য সুরক্ষায় পোস্টাল ভোট পদ্ধতি নির্বাচনকে সহজ করবে বলে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো একমত হয়।

যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক রাজ্য নিবন্ধিত ভোটারদের অনুরোধের ভিত্তিতে ডাকের মাধ্যমে ভোট দেওয়ার অনুমতি দিয়েছে।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘সর্বজনীন মেইল-ইন ভোটিং পদ্ধতি’ নভেম্বরের নির্বাচনকে ‘ইতিহাসের সবচেয়ে ত্রুটিপূর্ণ ও প্রতারণামূলক নির্বাচন’-এ পরিণত করবে, যা যুক্তরাষ্ট্রের জন্য ‘মারাত্মক বিব্রতকর’ হবে।

এই মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, উটাহ, হাওয়াই, কলোরাডো, ওরেগন ও ওয়াশিংটন অঙ্গরাজ্য নভেম্বরের নির্বাচনে ‘অল-মেইল’ ব্যালট ভোটিং পদ্ধতির পরিকল্পনা করে।

এ পদ্ধতিতে নিবন্ধিত সব ভোটারদের কাছে স্বয়ংক্রিয়ভাবে ডাকে একটি ব্যালট পাঠানো হবে। যা নির্বাচনের দিনই ফেরত নেওয়া হবে, তা না হলে বাতিল হিসেবে বিবেচিত হবে।

তবে, এর পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী, সশরীরে উপস্থিত হয়েও ভোট দেওয়া যাবে।

ট্রাম্পের পক্ষের সমালোচকরা বলছেন, এ পদ্ধতিতে একজন একাধিক ভোট দেওয়ার সম্ভাবনা আছে।

Comments

The Daily Star  | English

BNP rally begins at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

6m ago