সিলেটে বাস-কার মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের চার জনসহ নিহত ৫
ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ একই পরিবারের চারজন ও প্রাইভেটকারের চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় অপর এক শিশু আহত হয়েছে।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুরের তানপুরে এ দূর্ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন সিলেট হাইওয়ে পুলিশের পরিদর্শক মাইনুল ইসলাম।
নিহতরা হলেন, ব্র্যাক কর্মকর্তা স্বপন কুমার দাশ, তার স্ত্রী লাভলী রানী দাশ ও তাদের ৮ বছর বয়সী জমজ সন্তান সাজ ও সাজন।
তবে কারচালকের নাম জানা যায়নি।
স্বপন কুমারের আরেক সন্তান সৌরভ গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে।
মাইনুল ইসলাম বলেন, ‘ভোরে সিলেট থেকে কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্টের বাসের সঙ্গে মৌলভীবাজার থেকে সুনামগঞ্জগামী প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেট কারটির অর্ধেকের মতো অংশ বাসের সামনের অংশের চাপে দুমড়ে যায়। ফলে, ঘটনাস্থলেই তারা নিহত হন।’
দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতকে উদ্ধার করে ও নিহতদের লাশও ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় বলেও জানান তিনি।
Comments